Dokhina Batash

LYRICS:
দক্ষিণা বাতাস
বইছে শোবার ঘরে
অলস আলো
জেগেছে আধারে
মেঘের আড়ালে
ঢেকেছে জোৎস্না
অপ্রিয় দুচোখ
গড়েছে মোহনা

স্বপ্নে বুনেছি যারে
হলো না তারে পাওয়া
এত ভালবেসেছি যারে
মোনাজাতে তারে চাওয়া
কি করে ভুলে যাব..??

যা রে যা উড়ে যা পাখি
ফেরাবো না আর
ভালোই প্রতিদান দিলি
ভালবাসার
যা রে যা উড়ে যা পাখি
ফেরাবো না আর
যত আড়ালেই রাখিস
বলব তুই আমার

অন্তরা ১-
কতদিন দেখি না তোরে......
তোর দুটি হাত ধরে.....
তোর অভাব মেটাবো কি করে......
কে জ্বালবে আলো আমার ঘরে...??

মিথ্যে মায়ার সুতোয়
গেঁথেছি কত আশা
জিতে গেলি তুই
হেরে গেলো ভালবাসা
কি করে ভুলে গেলি!

যা রে যা উড়ে যা পাখি
ফেরাবো না আর
ভালোই প্রতিদান দিলি
ভালবাসার
যা রে যা উড়ে যা পাখি
ফেরাবো না আর
যত আড়ালেই রাখিস
বলব তুই আমার

অন্তরা ২-
হবে না কখনো চোখ রেখে চোখে
তোর সাথে কথা
মুছে দেব সে নাম হৃদয় থেকে
বোঝেনি যে বুকের ব্যাথা

জানি তোর আর হবে না ফেরা,
এ বুকের পোড়াবাড়ি।

যা রে যা উড়ে যা পাখি
ফেরাবো না আর
ভালোই প্রতিদান দিলি
ভালবাসার
যা রে যা উড়ে যা পাখি
ফেরাবো না আর
যত আড়ালেই রাখিস
বলব তুই আমার

  • Sish DInar
    Author
  • Charpoka Band
    Name of Band or Artist
  • Imran Hossen Emu
    Name of Band or Artist
  • Project Title (Original Language):
    দক্ষিণা বাতাস
  • Project Type:
    Song
  • Genres:
    Rock, Pop, Band
  • Length:
    5 minutes 41 seconds
  • Completion Date:
    January 20, 2022
  • Country of Origin:
    Bangladesh
  • Language:
    Bengali
  • Student Project:
    Yes - Dhaka Polytechnic Institute
Artist