Trap Shot

THE 4TEEN
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমার বাংলাদেশে চলে বাংলা TRAP
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমরা বাংলাদেশী করি বাংলা RAP
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমার বাংলাদেশে চলে বাংলা TRAP
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমরা বাংলাদেশী করি বাংলা RAP
আমার কথাগুলা শুনে মাথা খাইয়া যাইবো লাড়া।
আমার ফ্লো লাইক হট পুরা লাইসেন্স করা।
এটা দেশি টাইপ বিট verse এ feel পাবি করা।
এবার হাই ফাইভ দাও, সবার আসো করি খেলা।
রোহান বিট বানায় dope আমি বিট করি কিল।
এটা রঙ্গ মঞ্চ শয়তানের কিলবিল।
আমার প্রতিটা শব্দ করি verse এ জব্দ।
আমারলাইন বুঝে যে শক্তের ভক্ত।
এখন চেঞ্জ হয়েছে গেম এখন চেঞ্জ হইছে লাইফ।
আমার রুফটপ চেঞ্জ লইয়া ভাইভ ভাইভ।
প্রতি লাইনের ফিল পাবে এমন এক যন্ত্র।
লাইক এ কে ফরটিসেভেন কানে বাজে শব্দ।
ট্রাক ফুল ফায়ার এটা এমন এক যন্ত্র।
সিনবাদ থেইকা বেশি করস তোরা দন্দ।
অন্ধ সবাই দেখি প্রতিবাদে ব্যস্ত।
সাফল্য পাবি না তুই না কইরা কষ্ট।
সম্মান সৃষ্টি হয় শ্রেষ্ঠ কর্মে।
তুই চুপ থেকে দেখ তোর ব্যর্থ জন্মে।
আমার কর্ম শ্রেষ্ঠ যা দুনিয়াতে চাই।
খোদার কাছে হাত পাতি যা খুশি তা পাই।
আমি দেখি আমার কর্মকে।
আমি পূর্ণ করি তা ছন্দ দিয়ে।
আমি দেখি আমার কর্মশ্রম।
আমি মাপিনাতা ধর্ম দিয়ে।
Mr PsychoV
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমার বাংলাদেশে চলে বাংলা TRAP
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমরা বাংলাদেশী করি বাংলা RAP
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমার বাংলাদেশে চলে বাংলা TRAP
আমি VERSE দিয়ে করি দেখ Beat Crack
আমরা বাংলাদেশী করি বাংলা RAP
এদিকে বাড়িতে বাড়িতে শুধু খেলা হয় কানে
যার গাড়িতে গাড়িতে শুধু গান শোনে মনে
কার কথাতে লেখাতে তার ভয় হয় মনে
যার পালাতে লুকাতে গিয়ে ধরা খায়দিনে
এসব অজব কেচাল সব গুজব কথা
আরে ওরে বুবু তুই সরে দারা
আমার নিজের গড়া সব অট্টালিকায়
যে মুকুট নিয়ে ঘুড়ে মুখস ছাড়াই
তোরা রাজ্জ বিহীন সব রাজার দেশে
আমি রাজ্জ গড়ি আমার নিজের মাঝেই
তোরা মাঝের প্রথিক তোরা মাঝেই যাবি
আমি একটানে পার সেই সমুদ্রতায়
কার নেশের যোরে কার নেশা করে
তার প্রাণের পরে তার প্রাণেই মরে
যা নবীন দিকে সব মরার পথে
কেনো যীরে আছে সেই অশুরটাকে
এই রঙ্গমঞ্চে আমি রঙের খেলায়
যেনো হারিয়ে যাচ্ছি এক বিষের মেলায়
তাই শক্ত পোক্ত এই মনের মাঝে
রেখে দিয়ে যাই আমি এক অগ্নিশিখায়
রাতে প্রহর কাটে দিনে আধার নামে
শুধু আলো ছায়ার সাথে খেলা করে
খাতা কলম দিয়ে কার ব্যাক লেখে
তাই নিজের সাথে সে নিজেই লড়ে

  • THE 4TEEN
    Name of Band or Artist
  • Mr PsychoV
    Name of Band or Artist
  • THE 4TEEN
    Author
  • MD Arafat Chowdhury
    Author
  • RN
    Prod By
  • SMASH
    Sound engineering
  • Cracked Design
    Artwork
  • V Record
    Distribution
  • Project Type:
    Song, Lyrics Only
  • Length:
    2 minutes 53 seconds
  • Completion Date:
    January 4, 2022
  • Country of Origin:
    Bangladesh
  • Language:
    Bengali
  • Student Project:
    No
Artist