Songhaat

THE 4TEEN
35 0 0 থেইক্কা কাপাকাপি
Nonstop verse এইডা প্রতিবারে Feel পাবি
নগদের কথাবার্তা, নগদে তুইল্লা ধরি
এদিকে wannabe সব part চো*য় খায় মুড়ি

তোরাতো জানস এই zone এ এখন 4teen খাড়া
মানির মান ইজ্জত না দিতে পারলে খাইবি ধরা
চামচা কামকাজ তোর,সামনে পরলে খাবি ধরা
আমগো ভাইব্রাদার ডোপ, দেখ সবডি কড়া

তোগো যা সিন্ডিকেট পইরা থাকে পকেটে
জয়েন্ট ফাটাই নগদে আর খেলা চালু ওপেনে
তাইলে বুঝ ক্যাচাল করলে পরবি target এ
সময় থাকতে ভাইগা যা নাইলে মস্তক তোর বস্তাতে

খেলার তাস হাতে পাইলে সব হালা মাতাব্বর
ঘুইরা ফিরা সীনপাট দেখি তোর সীন এ আমি জাজাবর
প্যাচে পইরা গেলে দেখি সব হালার হাউকাউ
একসময় তুই সীনে ছিলি এখন আর পাইবিনা ভাউ

SMASH
লাগা চক্কর! এইডা কু-শহর!
৩৫০০ পিন কোড!
এদিকে পাইতারী কম ভাই-ব্রাদার এক জোট!
তোরে birthday তে gift দেমু আমরা AKM এর shoot যা

আগে বাইরা- শর! scene এইডা তোর?
যা দিছি ভিক্ষা, কইরা, খাইয়া,মর
আসল-নকল? কারে বুঝাস এডি?
ওস্তাদের লগে কম ছারিস ফাফর!

ছোট থেইক্কা খেলি, জ্ঞান দিতে আইস না
অকাদে ছাড়া, ভাই কেউ রে গুনে না
পারা দিয়া সাপ মারি, বাশ ও লাগে না
ভাত এর লগে তরকারি কম, খাই আমি gangsta

ভাই-ব্রাদার সবডি, জংগলের হায়না
তোর শীনা ছিড়া চেক দেমু, জাপানি না চায়না
ভাই-ব্রাদার সবডি, জংগলের হায়না
তোর শীনা ছিড়া চেক দেমু, জাপানি না চায়না

Raadoww
আমি সভ্য মানবজাতির মহে কুপোকাত
আমার চলছে আমার সাথেই বহু সংঘাত
আমি নয়তো দোষী, সব্যসাচী গুন দিয়েই ভরা
কতখানি কতজানি পাপেই মোড়া

আমার মনতো মানেনা,কেউতো বোঝেনা
যারা কথা বোঝে তারা আবার আমায় ছাড়েনা
আমি এই যে Raadow,তোমার মাথা দখলে যার
নগদে হামলা,নগদে মামলা দিলেই ছাড়খাড়

দ্বন্দ্ব,মন্দ,লন্ড,ভন্ড,গন্ড, মূর্খ জনতা দেখো
ধর্মে,কর্মে,জনমে,মরনে,সহজো বরনে খাটি স্বরনে মোড়া
মন গড়া ভরা মজ মাস্তি ছাড়া
চলেনা আমার শহর ক তে কুমিল্লা

ভাইরে আমি তো আমি ই, পাগলা মহান অন্তর্জামী
যত মনের খবর খরচ বাবদ পকেটে রাখি
আবার মন টা আকি যারা মারে উকি ঝুকি
নগদে শব্দের বারি দিয়া দৌড়ের উপরে রাখি

Mr PsychoV
সালাম নমস্কার আদাবে আগায়যান
আমার ব্যাকছন্দ মিলিত যতগান
সোনামুখী ভাই সেনারে কানপড়া দেন
আইচ্ছা ঠিকছে কাকা আপনে সাইডে চাপদেন

সত্য কথা কইলে খারাপ আমিখারাপি করি
তোগোর বড়ভাইয়ের নাম আমার বন্দুকের গুলি
তোরা ৪রাউন্ড বিচিআমি AK47
তোর বড়ভাইরে ডাক PsychoV দিবো সেভেন

জংগলের সিংহ PsychoV সামনেখারা
একটা থাবাদিলে আর একটা পাবিনা পাড়া
দৌউরাইয়া তুইযাবি জানছিড়বো তোরবাড়া
নগদে কারফিউ কইযাইবি তোরাবেডা

তোগর নামডিদেখ বহুতআগে Red List এ
মুখদিয়া মাইরালামু কথাগুলা Bulet রে
কুমিল্লা৩৫০০ পোলাপাইনে সবডি খাটি
Nawab Zone থেইকা আমিএহন হাইটাচলি

  • THE 4TEEN
    Name of Band or Artist
  • SMASH
    Name of Band or Artist
  • Raadoww
    Name of Band or Artist
  • Mr PsychoV
    Name of Band or Artist
  • THE 4TEEN
    Author
  • SMASH
    Author
  • Raadoww
    Author
  • MD Arafat Chowdhury
    Author
  • AV Records
    Prod By
  • SA30
    Cinematography & D.O.P
  • SMASH
    Sound engineering
  • RED ZONE STUDIO
    Direction , Editing & Video
  • THE 4TEEN
    Artwork
  • V Record
    Distribution
  • Project Type:
    Song, Lyrics Only
  • Length:
    3 minutes 29 seconds
  • Completion Date:
    April 2, 2021
  • Country of Origin:
    Bangladesh
  • Language:
    Bengali
  • Student Project:
    No
Artist