Beiman

কলম চলে কালি দিয়া তোরা চলস ফেম নিয়া
মিয়া জানের ডর নাই সত্য কথা কইয়া যাই
বাস্তব রুপে পল্টি মারা আপন মানুষগুলা হারা
সত্য কথা লাগে তিতা জান নাই জান ছাড়া
ধুর ধুর ধুর ভাগ সামনে আইসনা তোরা ভাগ
ঘুমে থাইকা স্বপ্ন দেখ আমি খারা তোগর বাপ
তোরা হইলি কোবরা সাপ জাতে ছোবল মারস ভাব
দুধ কলা দিয়া পোষা তোরা আসল পল্টি বাজ
ভাই নামে শুত্রু তুই পিঠ পিছে মাইরা সুই
ভাই নামে ভাই ছিলি চোখ লুকাইয়া যাসকই
পা চাতা তোগোর সভাব ফেম পাওয়া তোগর অভাব
দুধ কলা ভাত খিয়া ফিডার নিয়া ঘুমায় থাক
রাখ তোর আবেগ মার্কা কথা বার্তা বন্ধ কর
বেইমানি তোর রক্তে আছে জালনা দরজা বন্ধ কর
কথায় বাক্য কথায় শিক্ষা মুরুব্বি সাইজ্জা দূরে ভাগাস
তোর তেলের অভাব আছে চিল্লা চিল্লি কম করাছ
বেইমান বেইমান তোরা হইলি বেইমান
বেইমান বেইমান আপন মানুষ বেইমান
বেইমান বেইমান জাতে তোগর বেইমান
বেইমান বেইমান ভাই নামে রক্তে তোরা বেইমান
বেইমান ভাই তোরা বেইমান তোগো রক্তে খারাপি যারা বেইমান
ওরা করে উপকারের অপকার ভালোবাসার নামে দেয় ছুডিধার
কেউ কারো আপন নাই সবাই টেকার পিছে পইরা ভাই
শুধু আমি মুক্তি চাই যেডা এই দুনিয়াতে নাই
বেইমান বেইমান তোরা হইলি বেইমান
বেইমান বেইমান আপন মানুষ বেইমান
বেইমান বেইমান জাতে তোগর বেইমান
বেইমান বেইমান ভাই নামে রক্তে তোরা বেইমান

  • Mr PsychoV
    Name of Band or Artist
  • MD Arafat Chowdhury
    Author
  • Avantex
    Prod By
  • Rafsan Etu Fahim
    Cinematography & D.O.P
  • V Record
    Sound engineering
  • V Record
    Direction , Editing & Video
  • V Record
    Artwork
  • V Record
    Distribution
  • Project Type:
    Song, Lyrics Only
  • Length:
    1 minute 56 seconds
  • Completion Date:
    August 17, 2020
  • Country of Origin:
    Bangladesh
  • Language:
    Bengali
  • Student Project:
    No
Artist